পাইকারি জুতার ফ্যাক্টরি এবং জুতার কাচাঁমাল কোথায় পাওয়া যায়?

আগস্ট 30, 2023

ইতি মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে বেশ ভালো অবদান রাখছে জুতা, দিন দিন এর চাহিদা বেড়েই জাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনি তৈরি হচ্ছে নিত্য নতুন উদ্যোগতা, যারা তাদের নিজ এলাকায় জুতার কারখানা দিয়ে সাবলম্ভী হচ্ছে।

জুতা কাচাঁমাল ঢাকার কোথায় বিক্রি হয়ে থাকে?
যদি জুতার ব্যাবসা করতে চান বা নিজে কারখানা দিয়ে জুতা বানাতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন হবে জুতার কাচাঁমাল।
জুতার কাচাঁমাল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাওয়া গেলেও সব থেকে বেশি পাওয়া যায় ঢাকায়, কিন্তু অনেকেরই প্রশ্ন ঢাকার কোথায় বিক্রি করে জুতা বানানোর কাচাঁমাল? জুতা বানানোর কাচাঁমাল সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে ঢাকার বংশাল, মালিটোলা, ছুড়িটোলাতে।
এখানে যে কোন ধরনের কাচাঁমাল পাবেন পাইকারি। তবে জুতার কাচাঁমাল হাজারো রকমের হয়ে থাকে। কি ধরনের জুতা বানানোর জন্য কাচাঁমাল নিবেন তার উপর ডিপেন্ড করবে আপনি কোথা থেকে নিবেন। তবে মালিটোলা ও ছুড়ি টোলা এবং বংশাল আপনি সব ধরনের জুতা বানানোর ম্যারেরিয়ালস পাবেন। সেই সাথে পুরান ঢাকার কামরাঙ্গিরচরেও পেয়ে যাবেন বিভিন্ন প্রকার জুতা বানানোর ম্যাটেরিয়ালস।

2 Comments

  1. রানা মল্লিক

    অক্টোবর 10, 2023

    কামরাঙ্গিরচর থেকে আমার কারখানার জন্য কাচাঁমাল নিয়ে আসলাম গত দুই দিন আগে

  2. Joy banik

    অক্টোবর 12, 2023

    আমারা ওখান থেকে মালামাল আনি

Leave a Comment

Your email address will not be published.