উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে ঢাকা থেকে কাঁচামাল আনা হলেও এখন ভৈরবেই পাওয়া যাচ্ছে সবকিছু। এ শিল্প ঘিরে রং, সুতা, কেমিক্যালসহ নানা উপকরণের বাজারও সৃষ্টি হয়েছে। নীরবে বেড়ে ওঠা এই শিল্প ভৈরব তো বটেই, গোটা দেশের জন্যই অপার সম্ভাবনার। তৈরি পোশাকের মতো এটিও হতে পারে দেশের অর্থনীতির চালিকাশক্তি।
Toofajjol hossen
আমাদের ভৈরব আমাদের অহংকার
সাজিদ মিয়া
আমাদের ভৈরবের জুতা সেরা