চামড়ার জুতা তৈরি করার জন্য বিভিন্ন রকম সুইং মেশিন ব্যবহার করা হয়। হাই পুস সুইং মেশিন, ফ্লট বেড সুইং মেশিন এই দুইটি মেশিন দিয়েই সাধারণত লোকাল ফ্যাক্টরিতে চামড়ার জুতা তৈরি করা হয়।
মেশিনের দাম
হাই পুস মেশিনের দাম হবে ৬৫,০০০ – ৭০,০০০ টাকা পর্যন্ত।
ফ্লাট বেড মেশিন কিনতে গেলে ২৩,০০০ – ৩০,০০০ টাকা পর্যন্ত
এই মেশিনগুলো পুরাতন কিনতে গেলে মেশিনের ব্যবহারের উপর নির্ভর করে দাম ঠিক করা হয়।
Eimon ali
অনেক রকম মেশিনের নাম জানতে পারলাম
সুমন মিয়া
মেশিনের দাম বলাতে ভালো হইছে।
আমাদের মেশিন কিনতে সুবিধা হবে
কামাল হোসেন
ইউটিউব ভিডিও দেওয়া ভালো হয়েছে
আব্বাস আহমেদ
বর্তমান যুগ, আধুনিক যন্ত্রপাতির যুগ
খুকন মিয়া
যন্ত্রপাতি যত আধুনিক, উৎপাদিত পন্য সামগ্রী তত উচ্চমানের
সাদ্দাম হোসেন
মেশিন কোন জায়গায় থেকে কিনলে ভালো হবে?